ঢাকাThursday , 17 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে শিক্ষকের বেতের আঘাতে ছাত্রের চোখ নষ্ট হওয়ার পথে

দেশ চ্যানেল
August 17, 2023 7:43 am
Link Copied!

সাব্বির আকাশ

হবিগঞ্জের মাধবপুরে মুর্শিদা নামে এক শিক্ষিকার বেত নিক্ষেপে মেহেদি নামে ৪ বছরের এক শিশু চোখে প্রচন্ড আঘাত পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত মেহেদি উত্তর বানিয়াপাড়া আব্দুল মোতালিবের ৪ বছরের শিশু পুত্র। মেহেদিকে তার স্বজনরা ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদিকে ঢাকায় রেফার করেন। মেহেদী বর্তমানে ঢাকা আগারগাঁওস্থ জাতীয় চক্ষু চিকিৎসা হাসপাতালে চিকিৎসাধীন।মেহেদির পিতা আব্দুল মোতালেব অভিযোগ, বুধবার সকালে মেহেদি বিদ্যালয়ে যায়। বিদ্যালয় আঙ্গিনায় দুষ্টুমি করলে শিশু শ্রেনীর শিক্ষিকা মুর্শিদা বেগম মেহেদিকে বাড়িতে চলে যেতে নির্দেশ করে। মেহেদি বাড়িতে না গিয়ে দুষ্টুমি করায় শিক্ষিকা রেগে একটি বেত নিক্ষেপ করলে মেহেদির চোখে পড়ে। চোখ থেকে রক্ত বের হয়ে জ্ঞান হারিয়ে পেলে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা পারভিন বলেন, মেহেদি বিদ্যালয়ের নিয়মিত কোন ছাত্র নয়। বিদ্যালয়ে এসে খেলাধুলা ও দুষ্টুমি করতে গিয়ে মেহেদি চোখে আঘাত পেয়েছে। মুর্শিদা ম্যাডাম মেহেদিকে কোন আঘাত করেনি বলে ম্যাডাম জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে।বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST