হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর মনতলা সড়কে একটি ট্রলির ধাক্কায় অজ্ঞাত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাতটার দিকে মনতলা সড়কের মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হয়নি। ওই ব্যক্তি মনতলার দিক থেকে একটি অটোরিক্সা দিয়ে মাধবপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত একটি ট্রলি অটোরিকশা কে ধাক্কা দিলে অজ্ঞাত বৃদ্ধ ছিটকে পরে যায়। পরে স্থানীয় লোক বৃদ্ধ কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।মাধবপুর মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ইনভেস্টিগেশন ব্ররো পিবিআই কে জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে চেষ্টা করবেন।