হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা সাবরেজিষ্ট্রার ও কর্মকর্তাদের হুমকি এবং গোপনে সরকারি দলিলের ছবি গোপনে ধারন করায় দলিল লেখক আব্দুর রব এনাম সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সাবরেজিষ্টার নিতেন্দ্র লাল দাশ। রোববার দুপুরে তিনি এ অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দলিল লেখক এনাম গত ১২ মার্চ সাবরেজিষ্টার অফিসে এজলাস চলাকালে অজ্ঞাত পরিচয় ৪/৫ জনকে নিয়ে অফিসে যায়। এসময় তারা সাবরেজিষ্টারকে অফিস কক্ষ থেকে নেমে আসতে বলে। তিনি সরকারি কাজ রেখে এসলাজ থেকে আসতে পারবেনা বললে তারা উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে মোবাইল ফোনে সরকারি অফিসের বিভিন্ন গুরুতপূর্ন দলিল পত্রের ছবি ও ভিডিও চিত্র ধারন কওে নিয়ে যান। অফিস ত্যাগের সময় এনামসহ অজ্ঞাত পরিচয় লোকজন সাবরেজিষ্ট্রার অফিসের কর্মকর্তাদেও ভয়ভীতি হুমকি প্রদর্শন করে জানায় ভিডিও চিত্র ফেসবুক ও ইউটিউবে আপলোড করে কর্মকর্তা ও অফিসের ভাবমূর্তি নষ্ট করবে। এ ঘটনাটি সাবরেজিষ্ট্রার ও অফিসের লোকজন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন এজলাস চলাকালে অফিসে গিয়ে আতংক সৃষ্টি এবং গোপনে বিভিন্ন দলিলের ছবি তোলার অভিযোগ থানায় লিখিত ভাবে অভিযোগ দিতে সাবরেজিষ্টারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আব্দুর রব এনাম জানান, ওইদিন ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেননা। কেউ কোন ধারন করে থাকলে এটি তার জানা নেই। মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই পেনুয়েল হাজরা বলেন রোববার দুপুরে সাবরেজিষ্টার নিতেন্দ্র লাল দাশ আব্দুর রব এনামের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।