সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা আশ্রয়ণ প্রকল্প এলাকায় ৩৬টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল ।
রোববার ( ২৩ জুলাই) বিকালে উপজেলার হরিশ্যামা আশ্রয়ণ প্রকল্প এলাকায় তিনি শুকনো খাবার বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল বলেন, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শুকনো খাবার বিতরন করা হচ্ছে। আজ হরিশ্যামা আশ্রয়ন প্রকল্পে ৩৬টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।