সাব্বির আকাশঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণদের সাথে জেলা প্রশাসন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মিলনায়তন ((স্বচ্ছতা) মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা।উৎসবমুখর পরিবেশে অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আক্তার হোসেন জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ((রাজস্ব) প্রিয়াঙ্কা পাল ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান ও অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম প্রমুখ।
একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা।