মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কায়েস আহমেদ সালমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাহিদ মিয়া জয়ী হয়েছেন। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন এএসপি কে এম সালিমুল হক, মাধবপুর থানার ওসি মো: শহীদ উল্ল্যা, পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন, নির্বাচন কমিশনার জালাল উদ্দিন লস্কর ও আনিসুর রহমান। প্রেসক্লাবের ৩ টি পদে ভোটাররা সরাসরি ভোট আনন্দ ঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোঃ জাকির হোসেন ও সহ সভাপতি পদে হাফেজ মোঃ,শাহ আলম। প্রেসক্লাবের নির্বাচনকে মাধবপুর থানা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেন।