ঢাকাSaturday , 3 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানসম্মত ও স্বাস্থ্যকর খুলনা গড়ার প্রত্যয়ে দিনব্যাপী শিক্ষানীয় মেলার উদ্বোধন!

Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো

ক্লিন ইমেজে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শহরে পরিণত করার লক্ষ্যে ৩ মে শনিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, স্বাস্থ্যমেলা খুলনাবাসীকে স্বাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এই উদ্যোগটি নিয়েছেন অবশ্যই প্রশংসার দাবী রাখে। মেলার স্টল সংখ্যা বাড়ানোর জন্য সংশিষ্টদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।

এসময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে ম্যারাথন রান উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রূপসা-পিটিআই মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার একশত ৫০জন অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং নাগরিক সমাজের নেতাদের বক্তব্য খুলনাকে পরিচ্ছন্ন ও সুন্দর ক্লিন ইমেজে রাখতে হলে সাধারণ জনগণের সচেতন একান্তই প্রয়োজন। কারণ নাগরীতে আমরাই বসবাস করি আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের নিজস্ব আবাসস্থান এবং চলাচলের রাস্তা পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST