মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে এক কলেজছাত্রী প্রেমিকা।
রোববার (১৪ ই এপ্রিল) রাত থেকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামে প্রেমিক সোহেল রানার বাড়িতে ওই কলেজছাত্রী অনশন শুরু করে।
অনশনরত কলেজছাত্রী বলেন, সোহেল রানার সাথে তার তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সময় থেকে প্রায় তিন বছর যাবত সোহেলের সাথে তার প্রেম চলছে। প্রেমিক সোহেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।এরপর তার বাড়িতে অবস্থান নিলে প্রেমিক সোহেল তাকে বিয়ে না করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে।
তবে নিজেকে নির্দোষ দাবি করে সোহেল রানা বলেন, ওই মেয়ে আমার পূর্ব পরিচিত। ওই মেয়ে আমাকে বিপদে ফেলে বিয়ে করতে চাচ্ছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।