মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের সদর উপজেলাধীন জাগীর ও ভাটবাউর পাইকারি কাঁচা মালের আড়ৎসহ হিজুলিতে অবস্থিত আম্বালা হিমাগারে যৌথ অভিযান পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২২শে সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রয়-বিক্রয় রশিদ যথাযথ ভাবে সংরক্ষণ না করে অধিক মূল্যে আলু, পেঁয়াজ বিক্রয় করার অপরাধে ব্যবসায়ী মিজানুর রহমানকে দুই হাজার, লাল চাঁনকে তিন হাজার, সানোয়ার হোসেনকে দুই হাজার, মো.শাহিনকে দুই হাজার ও আতিকুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, হিমাগার থেকে বের করা ২১৮৪০ কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে (২৭ টাকা) কেজি দরে মানিকগঞ্জের পাইকারি আড়তে বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে উপস্থিত ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে নির্দেশনা ও মূল্য তালিকা প্রদর্শনসহ ক্রয়-বিক্রয় রশিদ যথাযথ সংরক্ষণ করতে সচেতন করা হয়েছে।

