মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
মানিকগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রার্থীর পরিবর্তে প্রক্সি দেয়ার অপরাধে তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ শে নভেম্বর) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।
শুক্রবার (২৯ শে নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের মো. শামীম খান, মো. ইসমাইল খান ও মো. নাজমুল হোসেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় আটককৃতরা মানিকগঞ্জ পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষার জন্য ভাইবা বোর্ডে সামনে উপস্থিত হলে বোর্ড সদস্যরা তাদের বিভিন্ন মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর দিতে না পারায় বোর্ড সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের আটক করা হয়।
এবিষয়ে ওসি এস.এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ৪১৭/৪১৯/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন। আর আটক তিন আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।