মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (১৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকরা হল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়াইল গ্রামের আব্বাস উদ্দিন (৩০) এবং বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের জব্বার মিয়া (২৮)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার জানান, গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করা মোটরসাইকেল নিজেদের হেফাজতে রাখে। পরে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে দেন। তাদের বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে মামলা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান বলেন, গত ১ জুলাই দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকায় ভাড়া বাসার গ্যারেজ থেকে শিপলু মিয়া নামের এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত ৭ আগস্ট সদর থানায় মামলা করেন শিপলু। এ ঘটনায় মাগুরার মোহাম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের নাজমুল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, চোরাই করা মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়ায় আব্বাস উদ্দিনের কাছে বিক্রি করেছে।
এরপর শনিবার রাত ১০টার দিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টুটুল মিয়াসহ পুলিশের একটি দল নবীনগর উপজেলার বাড়াইল গ্রামে আব্বাসের কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী, জব্বারের বাড়ি থেকে অপর দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                