মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতারা মানিকগঞ্জে পদযাত্রা করেছেন।
বৃহস্পতিবার (১৭ ই জুলাই) দিবাগত রাত ৯টার দিকে তারা জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের বরণ করে নেন এবং সেখানেই সমাবেশে অংশ নেন।
এর আগে, দুপুরে ফরিদপুরে এবং বিকেল রাজবাড়ীর পদযাত্রা শেষে সন্ধ্যার দিকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলো পুলিশ । পোশাকধারী পুলিশের পাশাপাশি কাজ করেছে ডিবি পুলিশ। এছাড়াও শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা ও উপজেলার নের্তবৃন্দরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।