ঢাকাSunday , 27 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৬-

দেশ চ্যানেল
July 27, 2025 3:09 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা–ডিবির চাঞ্চল্যকর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ছয়জন মাদক কারবারি।

রোববার (২৭ শে জুলাই) ভোরে শহরের বেতিলা-মিতরা এলাকায় দেওয়ান মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসআই তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম। অভিযানে উদ্ধার হয় ২৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোয়েন্দা নজরদারির ফলেই তাদের ধরা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, শেখ আনোয়ার, সবুজ হোসেন, সিহাব হোসেন, সিফাত বিন আবু আমীর, আসিফ হোসেন এবং মাহিদ হোসেন।

তাদের মধ্যে শেখ আনোয়ারের দখল থেকে গাঁজা এবং সবুজ ও সিহাবের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়। বাকি তিনজন এদের সহযোগী হিসেবে মাদক সরবরাহ ও বিক্রির কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছে ডিবি।

ডিবি জানায়, এই ছয়জনই পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST