মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে নিহত লায়লার বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম (৩৮) ও তাঁর স্বামী হালিম (৪৮) কে থানায় নিয়ে গেছে পুলিশ।
সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ‘ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’