মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের বন্যা প্রাসাদ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মসজিদের ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম যিনি দুই দিন আগে নিখোঁজ হয়েছিলেন ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মসজিদের পাশের নদীতে তার ভাসমান মৃতদেহ দেখা যায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইমাম প্রতিদিনের মতো নিয়মিত নামাজের ইমামতি করতেন। কিন্তু গত দুই দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। অবশেষে আজ সকালে মসজিদের পাশের নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা; তা তদন্ত শেষে পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ।