মানিকগঞ্জ প্রতিনিধি.
বাংলা চলচ্চিত্রের চিরসবুজ ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন উদযাপন করা হয়েছে মানিকগঞ্জে।
সোমবার (৩ রা নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের উদ্যোগে মিলাদ, দোয়া, কেক কাটা ও খাবার বিতরণের মাধ্যমে দিনটি পালন করা হয়।
দীর্ঘ ১৮ বছর ধরে প্রিয় এই নায়িকার জন্মদিন উদযাপন করে আসছেন লুৎফর রহমান।
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর। তাঁর মিষ্টি হাসি ও চিরচেনা অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন কোটি দর্শক।
চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের দুই সন্তান— ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা আবিহা।
লুৎফর রহমান জানান, ছোট বেলা থেকেই মৌসুমির অন্ধ ভক্ত তিনি। তাই ১৮ বছর যাযাবৎ তার জন্মদিন পালন করছেন সে।

