মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে একযোগে সারা দেশের ন্যয় মানিকগঞ্জে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার বেলা ১১ টায় শহীদ রফিক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্ব BRBE-PBS একিভূতকরণ,অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রাখার দাবি জানন।