ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দেশ চ্যানেল
December 16, 2023 9:59 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,জেলা(মানিকগঞ্জ)প্রতিনিধি.

‘পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক,এই বাংলায়, তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।’

আজ ১৬ ডিসেম্বর;মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছর পেরিয়ে এসেছে জাতি। মুক্তিযুদ্ধে বিজয় বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দীর্ঘ ৯ মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা, আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে নয় মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় সংঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র মো: রমজান আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রেজাউল করিম, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল (অব:) জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিজয় র্যা লি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বিজ্ঞ পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST