মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি পরবর্তী কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার(২৬শে মার্চ) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, জেলা পরিষদ, পৌরসভা পরিষদ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।
উন্নয়নশীল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আনন্দঘন পরিবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্নভাবে দিবসটি পালন করবেন।