ঢাকাMonday , 28 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে যুবকের মৃত্যু নিয়ে রহস্য

    দেশ চ্যানেল
    August 28, 2023 7:21 am
    Link Copied!

    মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

    মানিকগঞ্জের সদর উপজেলায় জাহিদ হোসেন(২৬) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি ছেলেটি আত্মহত্যা করেছে কিন্তু এলাকাবাসী বলছে জাহিদকে হত্যা করা হয়েছে।বাবার হাতেই সে খুন হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

    রোববার(২৭ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (২৮ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ।
    মৃত জাহিদের বাড়ি উপজেলার জাগীর ইউনিয়নের নতুন বাইচিল গ্রামে। সে ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল মোতালেবের (বুইধা) ছেলে।

    নাম প্রকাশ গোপন রাখার শর্তে কয়েকজন স্থানিয় বাসিন্দা জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় জাহিদকে তার বাবা মোতালেব হত্যা করেছে। সন্দেহের কারণ হিসেবে তারা জানায়, জাহিদের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারে ইচ্ছার বাইরেই প্রায় বছর খানেক আগে জাহিদ সেই মেয়েটিকে বিয়ে করে। এরপর বিষয়টি পরিবারকে জানায়। গ্রামবাসী বুঝানোর পর পরিবারের অন্যরা মেনে নিলেও জাহিদের বাবা মেনে নেয়নি। সেজন্য মাঝেমধ্যেই বাবা-ছেলের মধ্যে ঝগড়া হতো। এই ক্ষোভ থেকেই তিনি ছেলেকে হত্যা করেছেন বলে মনে করছেন তারা। এছাড়া মরদেহের মাথার পেছনে রক্তক্ষরণ হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

    অভিযোগ অস্বীকার করে জাহিদের বাবা আব্দুল মোতালেবে বলেছেন, রাতের কোনো এক সময় জাহিদ আত্মহত্যা করেছে। তাকে মেরে ফেলার অভিযোগ সত্য নয়। মাথার পেছনে রক্তক্ষরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঝুলে থাকা মরদেহ নামানোর সময় মাথার পেছনের অংশ খাটে লেগে ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়।

    জাগীর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো: জাকির হোসেন জানান, বাবার হাতে জাহিদ খুন হয়েছেন বলে এলাকাবাসী দাবি করলেও নিহতের পরিবার বলছে আত্মহত্যা। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ নিয়ে গেছে। তদন্তের পরেই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

    বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সকালে ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশের ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST