ঢাকাWednesday , 9 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে লাইসেন্স বিহিন ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন।

দেশ চ্যানেল
April 9, 2025 3:32 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটা  গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার ( ৮ ই এপ্রিল) দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় এন.এ.এম (NAM) নামে একটি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম।

জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ইট ভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে আসছিলো। লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ছাড়পত্র নবায়ন না করেই দেড় বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসছিল ভাটাটির মালিকপক্ষ। এর প্রেক্ষিতে ভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, র‍্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ ইউনিটের ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মামুনুর রশিদসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছিল। দেড় বছর যাবৎ পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ করে চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি পরিবেশবান্ধব উন্নয়ন। তাই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এবং অভিযান চালানো হচ্ছে যাতে পরিবেশ বিনষ্টকারী কোনও কার্যক্রম চালু না থাকে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো শুধু কৃষিজমির ক্ষতি করছে না, পাশাপাশি স্থানীয় জনগণের স্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের উপরও বিপর্যয়কর প্রভাব ফেলছে। এসব কারণে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST