ঢাকাSaturday , 6 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে হেফাজতে ইসলামের শানে তাওহীদ সম্মেলন, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবি।

দেশ চ্যানেল
December 6, 2025 12:08 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম ,মানিকগঞ্জ প্রতিনিধি.

হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো “শানে তাওহীদ মহা সম্মেলন”। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের শীর্ষ আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরায় পুরো সম্মেলনস্থল উত্তাল হয়ে ওঠে মুসল্লিদের “তাওহীদের পক্ষে” স্লোগানে।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১০ টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি বলেন— “তাওহীদ ও আকীদার বিরুদ্ধে কেউ অবমাননা করলে তা শুধুই ধর্মীয় মূল্যবোধের অবমাননা নয়; বরং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা। ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

সমাবেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলা আমীর মুফতি শাহ মোহাম্মদ সাঈদ নূর (দাঃবাঃ) বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা বারবার ঘটছে। আমরা সংঘাত চাই না— আমরা চাই ন্যায়বিচার। এ কারণেই আমাদের ৫ দফা দাবির বাস্তবায়ন আজ সময়ের দাবি।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল— আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ছাড়াও আলেমগণ ইসলামের পবিত্রতা রক্ষায় চারটি অতিরিক্ত দফা উপস্থাপন করেন, যা তারা শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে পাঠানোর ঘোষণা দেন।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার শীর্ষ আলেম-ওলামা, হাজারো মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং দেশব্যাপী সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান জানান।

আয়োজকরা জানান, ইসলাম ও তাওহীদের সম্মান রক্ষায় এ ধরনের সম্মেলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দোয়া-মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST