মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
আজ বুধবার সকাল ১১ঘটিকার সময় ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসুচির আয়োছনে উপজেলা প্রশাসন,ডাক্তার,সাংবাদিক, মুক্তিযোদ্ধা,শিক্ষক,
ফার্মাসিষ্ট,মসজিদের ইমাম সহ সর্বস্তরের মানুষের সাথে যক্ষ্মা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার আনিকা তাহসিন রিফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: মামুনুর রশিদ,উপজেলা স্বাস্থ্য প:প:কর্মকর্তা মো:শাহ আলম সিদ্দিকী,প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,ব্র্যাকের বাঞ্চ ম্যানেজার আনিকা তাহসিন রিফাত,বীরমুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলাম,ফার্মাসিষ্ট আরশেদ আলী প্রমুখ।
পরে একই স্থানে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যারা মৃত্যু বরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ব্র্যাকের প্রোগ্রাম অফিসার টিবি মোহাম্মদ এনামুল কবির বলেন যক্ষ্মা কোন সহজ রোগ নয়।যক্ষায় বহু মানুষ মৃত্যু বরণ করে । তাই এধরনের রোগ থেকে রক্ষা পেতে আপনার এলাকায় ১৫ দিনের বেশি কারো কাশি থাকলে দ্রুত কফ পরিক্ষা করতে হবে। কারো যক্ষা হলে আস্তে আস্তে শুকাতে থাকে,খাবারে অরুচি দেখা দেয়,রাতে প্রচুর ঘাম বের হয়,বিকালের দিকে ঝর হয় এছাড়া কাশিতে কাশিতে বুক ব্যাথা অনুভুত হয়।লিভারে পানি জমে।এছাড়া আরো সমস্যার সৃষ্টি হয়। আর এসকল রোগে ব্র্যাকের সেচ্ছাসেবী রয়েছে তাদের সাথে আপনারা দ্রুত যোগাযোগ করবেন। এছাড়া ব্যাকের মাধ্যমে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী বলেন- যক্ষা রোগে লক্ষণ দেখলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগাযোগ করুন । সেখানে কফ পরীক্ষা করা হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। যক্ষা হলে মানুষ আস্তে আস্তে শুকিয়ে যায়। কাশি বেড়ে যায় কফের সাথে অনেক সময় রক্ত পড়ে ।এ রোগ একটি ছোয়াচে রোগ এই রোগের হাত থেকে বাঁচতে হলে মানুষকে সচেতন হতে হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ বলেন- ব্র্যাক একটি সামাজিক প্রতিষ্ঠান। ব্র্যাকের মাধ্যমে চিকিৎসা নিয়ে বহু রোগী ভালো হয়েছে।তাই দুই সপ্তাহের বেশি কাশি থাকবে তারা তাদের অবশ্যই কফ পরিক্ষার জন্যে সচেতন করতে হবে।
এ রোগ সাধারণ কোন রোগ না।এটা ছোয়াচে রোগ এক জনের কাছথেকে অন্য জন ছাড়াতে পারে। এটা একটি ভাইরাস জনিত রোগ ইহা কাশি,হ্যাচ্চি র মাধ্যমে এ রোগ ছাড়াতে পারে।তাই যাতে ছাড়াতে না পারে সে জন্যে মানুষকে সচেতন করতে হবে।