মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের তুলন্ড গ্রামে রাতের আঁধারে তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ ওঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে করে আশপাশের ফসলি জমিগুলো ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, মাটি বিক্রিকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।
সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, তুলন্ড গ্রামে ৮ বিঘা ফসলে জমির উপর পুকুর কাটছে মামুন মিয়া, নামের এক ব্যক্তি।পাশের ফসলে জমিগুলা হুমকির মুখে পড়ে আছে। স্থানীয় লোকজন প্রথমদিকে কয়েক বার বাধা দিলেও, প্রভাবশালীরা নানা ভয়ভীতি দেখিয়ে মাটির কাটা চালিয়ে যাচ্ছেন। দিনে না কাটলেও সরকারি অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই বিকেল থেকে শুরু হয় মাটি কাটার মহোৎসব চলে সারা রাত। এসব মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে ড্রাম ট্রাক। এতে করে রাস্তা-ঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা চলে কৃষি কাজ করে। প্রতিটি জমিতে বছরে তিন থেকে চারটি ফসল হয়। এই ফসল বিক্রি করে সংসারের সব কাজ করে থাকি।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আমরা পারবো না, সেজন্য প্রভাবশালীরা যা খুশি তাই করছেন। তাদের ওপর দিয়ে আমাদের অঞ্চলে কেউ কথা বলার সাহস পায় না।
মাটি ব্যবসায়ী মামুন মিয়া সাথে কথা বললে তিনি বলেন আমি কিছুদিন যাবত মাটিকাটা শুরু করেছি প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করেই ব্যবসা করব।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম ফয়েজ উদ্দিন বলেন
আমি এই বিষয়টা জানি না যেহেতু আপনি আমাকে বিষয়টা অবগত করছেন আমি দ্রুত এটার ব্যবস্থা নিচ্ছি।