মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা এবার নড়েচড়ে বসছেন। সারা দেশে ৪৮১টি উপজেলায় ৪ ধাপে নির্বাচন সমাপ্ত করতে চায় সি.ই.সি-স্থানীয় প্রশাসনের মাধ্যমে। শহরের অনেক জায়গাতে ইভিএম এবং প্রত্যন্ত অঞ্চলে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেই আলোকে এবার পার্বত্য জেলা খাগড়াছড়ির ০৯টি উপজেলার মাঝে কয়েক ধাপে নির্বাচন করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন।এই ধারাবাহিকতায় আগামী ৮মে ভোট হবে মানিকছড়ি উপজেলায়,এর মধ্যে মানিকছড়ি ৬ষ্ঠ উপজেলায় নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন,এর প্রতিদন্ধী দোয়াত কলম প্রতীক নিয়ে লড়াই করছেন ২নং বাটনাতলী ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, অপরদিকে মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়াই করছেন ২৬বছরের উদীয়মান তরুণ যুবক মোঃ আব্দুল হামিদ।
এবারের উপজেলা দলীয় প্রতীকহীন উন্মুক্ত নির্বাচন নিয়ে মানিকছড়ি উপজেলায় ভোটারদের মাঝে উৎসব মুখর আনন্দ বিরাজ করছে।
ত্রিমূখী প্রতীক নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই চলছে নির্বাচনী প্রচারণায়,কে হবে উপজেলা চেয়ারম্যান এই নিয়ে দোকান ঘাটে চলছে ভোটারদের মাঝে বেশ আনাগোনা।
ভোটাররা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রতীক বাদ দিয়ে স্বচ্ছ উন্মুক্ত নির্বাচন করার সুযোগ করে দেওয়ায় ভোটাদের মূল্যায় বেড়েছে,প্রার্থীরা আসছে ভোটারদের ধারে ধারে, নির্বাচনের আনন্দের হাওয়া বইছে সদর থেকে শুরু করে পাড়া মহল্লায়।
কে হবে এবার উপজেলা চেয়ারম্যান তা নিয়ে ভোটারদের মাঝে নানা গুনজন শুনা যাচ্ছে। কারো মতে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীনকে পূনরায় দেখতে চান বলে আগ্রহ প্রকাশ করেন, অপর দিকে কারো কারো মতে উন্মুক্ত লড়াইয়ে নতুন কাউকে দেখতে চাই বলে আবেগ প্রকাশ করছেন এই নিয়ে সকলের মাঝে আলোচনা সমালোচনা বিরাজ করছে।
ভোটের দিন সুষ্ঠুভাবে ভোট হবে বলে ভোটার ও প্রার্থীগণ সকলে আশাবাদী । কেননা এবার জননেত্রী শেখ হাসিনা আগেই ঘোষনা দিয়েছেন, দলীয় প্রভাব ও মার্কা ছাড়া যার যার যোগ্যতায় উঠে আসবে জনগণের প্রতিনিধি।