খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উসমানপল্লী এলকায় সদ্য প্রতিষ্ঠিত গচ্চাবিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার অফিসের টিন কেটে প্রয়োজনীয় ৪টি ফাইল জায়গা দলিল চুরি করে নিয়ে যায়।
মাদ্ররাসার পাশে অবস্থিত সুপার তার পরিবার নিয়ে বসবাসরত রুমের তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ অর্থ ও গহনা চুরি করে নিয়ে যায়।
বুধবার ২২(এপ্রিল) রাত আনুমানিক ১০.৩০ থেকে ৩.৩০ এর মধ্যে এই ঘটনা ঘটে।মাদ্রাসার সুপার তার পরিবার নিয়ে গত ১৭ তারিখ সাতক্ষীরা নিজ বাড়িতে বেড়াতে গেলে এই চুরির ঘটনাটি হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিন আলম ২৩ তারিখ এই বিষয়টি মাদ্রাসার সুপারকে মোবাইল ফোনে অবগত করার পর। মাতরাসার সুপার সাতক্ষীরা থেকে এসে নিজ চোখে দেখেন।
মাদ্রসার সুপার মাওলানা মোঃ সালাহউদ্দিন বলেন সে তার পরিবার নিয়ে সাতক্ষীরা থাকা অবস্থায় কে বা কাহারে মাদ্রাসার টিন কেটে অফিসের ৪টি প্রয়োজনীয় ফাইল এবং বাসার আলমারির তালা ভেঙ্গে এফডিআরে জমা কৃত ৪২০০০ হাজার টাকা স্ত্রী ও মেয়ের কানের দুল নিয়ে যায় যার বাজার মূল্য ৫৮,০০০ হাজার টাকা।
তিনি আরো বলেন আমি এই বিষয়টি নিয়ে মাদ্রাসার কমিটিকে অবগত করি, এবং তাদের পরামর্শ ক্রমে মানিকছড়ি থানাতে একটি অভিযোগ দাখিল করি।