মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে গাছপালা ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঘূর্ণিঝড়টি উপজেলায় আঘাত হানলে এ ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কয়েক ঘন্টার তান্ডবে ধানক্ষেত ও রবিশস্য, ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সারাদিন ভারি বৃষ্টিপাতে ফসল ডুবে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।তবে কোন হতাহতের খবর পাননি উপজেলা প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা।
জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই উপজেলায় হালকা বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার সকাল থেকে শুরু হয় ভারি বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতে কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়।ফলে কৃষকের সরিষা, খেসারি, মসুর ডাল গাছ ডুবে বিনষ্ট হয়েছে।
শুক্রবার দুপুরে ১টার দিকে ঘূর্ণিঝড় শুরু হলে গাছপালা ভেঙ্গে এবং উপড়ে বসত বাড়ির পড়ে যায়। বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে লাইন বিছিন্ন রয়েছে। অনেক জায়গায় রান্না ঘর ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে।
চর এককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাজাহান শেখ জানান, শুক্রবারের ভারি বর্ষন এবং ঘূর্ণিঝড়ে এলাকায় গাছ পালা ভেঙ্গে বসত ঘরের উপর পড়েছে।ফসলি জমি পানিতে নিমজ্জিত হওয়ায় আমন ধান, সরিষা, খেসারি ও মসুর ডাল নষ্ট হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল হক জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি, তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।