আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মির্জাপুরে গবড়া গ্রামবাংলা বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ঘুষ-দূর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠায় অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া রেল গেইট থেকে বিক্ষোভ করে কলেজ প্রাঙ্গণে যায় শিক্ষার্থীরা পরে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে তিন শতাধিক শিক্ষার্থীসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী, জুবায়েদ ইসলাম নিঝুম, আজমান আহমেদ, সিফাত মৃধা,পারভেজ হাসান, মহেড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নাজমুল হাসান,সাধারণ সম্পাদক মো. সহিদ মিয়া,ইউপি সদস্য চন্দু, যুবদলের সহসভাপতি সেলিম রেজা ও ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পাপন মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, গবড়া গ্রামবাংলা বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো.আরহাদ আলী একজন দূর্ণীতিবাজ। কলেজটি তিনি পারিবারিক ও আত্নীয়করণ করে তুলেছে। ইতোপুর্বে তিনি নানা অনিয়মের মাধ্যমে তার পরিবারের ৯ জনকে প্রভাষকসহ অন্যান্য পদে এ প্রতিষ্ঠানে চাকুরী দিয়েছেন। সম্প্রীতি তার মেয়ে ও তার ভাতিজাকে ল্যাব সহকারী পদে নিয়োগ দেওয়ার সকল পক্রিয়াও সম্পন্ন করেছিল। সমন্বয়ক নিঝুমসহ স্থানীয়রা ওই নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করায় নিয়োগটি স্থগিত হয়।
বক্তারা আরও বলেন শুধু নিয়োগ কার্যক্রম স্থগিত নয়, কলেজ থেকে ওই দুর্নীতিবাজ অধ্যক্ষর পদত্যাগের দাবি করছি। দ্রুত এই প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ আরহাদ আলী পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।