টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের ১৩ নং গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মহাসমাবেশে পরিনত হয়।
সমাবেশ গোড়াই কৃষক দলের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামীমুর রহমান খান শামীম, জাহাঙ্গীর আলম মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে দিপু হায়দার বলেন,আজকের সমাবেশটি কৃষকদের সমস্যা নিয়ে। কৃষকদের কি কি সমস্যা সে বিষয়ে আলোচনা করা।আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করবেন তারেক রহমান তখন কৃষকদের এ সমস্যা সমাধানের জন্য কাজ করবে।
তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশ ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুর রহমান, গোড়াই ইউনিয়ন শিল্প অঞ্চলের দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন রোকন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।