সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবু তাহের (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ) ভোর রাতে মেঘনা নদীতে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মাঝি চাদঁপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মুজাহার মহুরি বাড়ির বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে।আহতরা হলেন একই গ্রামের সিফাত (১৭),রিপাত (১৫)ও মারুফ।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে টলার নিয়ে মাছ ধরতে যায় আবু তাহের। সোমবার ভোরে ঝড়বৃষ্টিসহ বজ্রপাত হয়। এসময় তিনি হঠাৎ নৌকার মাঝে লুটিয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আবু তাহের মাঝির মৃত্যু হয় বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। ঘটনাটি অত্যন্ত দুখঃজনক।
অন্যদিকে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।