মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল কর্তৃক ঘোষিত শিক্ষার্থীদের মাঝে মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২৪ইং অনুষ্ঠিত হয়।সোমবার সকাল ১০:৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় অবস্থিত স্কুল ক্যাম্পাসে সুন্দর ও মনোরম পরিবেশে মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।পরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কামাল মোল্লা।মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লার সঞ্চালনায় পরিচালিত হয়।মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শামসুন্নাহার সভাধ্যক্ষ মুজিবুর রহমান ফাউন্ডেশন।সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ হোসাইন।বাড়ি মজলিশ এলাকার শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ সালাহউদ্দিন প্রধান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা রাকিব ও শাশীম সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব আসাদুজ্জামান প্রধান।অনুষ্ঠানটি আয়োজন করেছেন সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুল ও আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন এবং মুজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুলটি আমাদের বাড়ি মজলিশ এলাকায় সর্ব প্রথম গঠিত হয়।স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বেশ সুনামের সহিত তাদের শিক্ষা সেবা প্রদান করে আসছে।শুধু শিক্ষা সেবা নয়,পাশাপাশি মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্রও বিতরণ করে থাকে।আজকের এতো সুন্দর অনুষ্ঠান উপস্থাপন ও সকল অভিভাবকগণের উপস্থিতি তার প্রমাণ করে।তিনি আরো বলেন-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।ছাত্র-ছাত্রীরা শিক্ষকদেরকে সম্মান করতে হবে ও মিথ্যা ও মাদক থেকে দূরে থাকতে হবে।অনুষ্ঠানে মেধাবৃত্তি অনুসারে ছাত্র-ছাত্রীদেরকে অর্থ প্রদান সহ পুরষ্কার বিতরণ করা হয়।প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচশত শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় মোট ৮৫ জনকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী কে নগদ ৫০০০ টাকা ও সনদ,দ্বিতীয় স্থান অধিকারী কে নগদ ৪০০০ টাকা ও সনদ,তৃতীয় স্থান অধিকারী কে নগদ ৩০০০ টাকা ও সনদ এবং চতুর্থ স্থান হতে দশম স্থান অধিকারী কে নগদ ২০০০ টাকা ও সনদ।প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম হতে দশম স্থান অধিকারী সকল শিক্ষার্থীকে নগদ ১০০০ টাকা ও সনদ প্রদান করা হয়।