ঢাকাThursday , 11 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে চাঁদাবাজি নৌ পুলিশের হাতে আটক ৫-

দেশ চ্যানেল
December 11, 2025 9:09 am
Link Copied!

রাসেল কবির// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (১০ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

নৌ-পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ স্টেশন এর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং বাল্কহেড বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিত। বিশেষ করে, উপজেলার তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া স্পটগুলোতে তারা নৌকা নিয়ে চাঁদা তুলত।

আটককৃতরা হলেন জাকির হোসেন, রাছেল, আলামিন, হোসেন ও নিরব। আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় বাল্কহেডের লস্কর মোঃ হৃদয় বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ থানা মামলা নম্বর ৭। তারিখ ১০-১২-২০২৫ খ্রিষ্টাব্দ ধারা ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।

আটককৃত সবার বাড়ি পাশ্ববর্তী ভোলা জেলার সদর উপজেলার ২নম্বর ইলিশা ইউনিয়নের বাসিন্দা।

কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, চাঁদাবাজি করার সময় ৫জনকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ৬ হাজার ৯শত টাকা জব্দ করা হয়। নৌপথকে নিরাপদ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST