মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নয়াখালী গ্রামে মাদকের নেশায় দিনদিন জড়িয়ে পড়ছে যুবকরা, এমনকি স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা জড়িয়ে যাচ্ছে মাদকের নেশায়। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে পছন্দসই মাদক। প্রতিটি গ্রামই সয়লাভ হয়ে গেছে মাদকে। প্রকাশ্যে চলছে মাদক ক্রয়- বিক্রয়। মাদকের নেশায় ডুবে যাচ্ছে নয়াখালী গ্রামের উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেনীর হাজারো মানুষ। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গাঁজা, ইয়াবা। মাদকের সহজলভ্যতার কারনে এখানে মাদক বিক্রেতার পাশাপাশি ব্যবহারকারীদের সংখ্যাও বাড়ছে। এখানকার মাদক সেবনকারীদের কাছে ইয়াবা গাঁজা এখন হট কেকের মতো। মোবাইল ফোনের মাধ্যমে দেদারসে চলছে ইয়াবা বেচাকেনা।
দেশ চ্যানেলের অনুসন্ধানে জানা যায়, থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাদক পাচার ও বিক্রি বন্ধে তেমন কোন কার্যকরী উদ্যোগ নেই।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্ব নিয়ে নানান রকম প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। মাদকের সহজলভ্যতা অপেক্ষাকৃত কম দাম এবং থানা পুলিশী ঝুঁকি কম থাকায় বিক্রেতা ও সেবনকারীরা ইয়াবা ও গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় কয়েকজন কয়েকজন মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে মাদকের ব্যবসা করছে। এসব মাদক বিক্রির তালিকায় প্রভাবশালী পরিবারের সন্তানরা জড়িত আছে বলে জানান তারা। দিনের পর দিন প্রকাশ্যে মাদক ব্যবসা চলে আসার কারনেই গোটা মেহেন্দিগঞ্জ উপজেলা জুড়ে এখন মাদকে সয়লাভ হয়ে আছে ।
প্রতিনিয়ত বাড়ছে মাদক সেবীদের সংখ্যা এবং এসব মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে গ্রাম অঞ্চলের স্কুল কলেজের তরুন ছাত্ররা। সরকারী বেসকরকারী সংস্থাগুলো মাদক প্রতিরোধ ও মাদক ব্যবহারের কুফল নিয়ে প্রচার প্রচারনা নেই চোখে পড়ার মতো।
সচেতন এলাকাবাসীর দাবী, মাদকের এই বিস্তার রোধে প্রশাসনের সদিচ্ছার পাশাপাশি সব শ্রেনীর মানুষকে সচেতন হতে হবে। নতুবা আগামীতে এর প্রভাবে তরুন প্রজন্ম ভয়াবহ আসক্তির দিকে ধাবিত হবে।