মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, করনেশন মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণ উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী নিরাপত্তা, ভোটগ্রহণের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসেন, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না।

