মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধুলখোলা ইউনিয়নে চোরাই গরুসহ এক চোরকে আটক করে জনতা। আজ ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সুএে জানা যায়, গরু চুরি পালানোর সময় জনতার হাতে আটক হয় চোর মনির বন্দুকশী। তার বিরুদ্বে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।
এদিকে গরুর মালিক ইদ্রিস আলী ফকির এর ভাষ্যমতে চোর ওই ইউনিয়নের মাট্রিয়ালা গ্রামের চান্দু বন্দুকশীর ছেলে। তিনি চোর মনির বন্দুকশীর উপযুক্ত বিচারের দাবী জানান।
সীমান্তবর্তী হিজলা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।