মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীভাঙ্গন কবলিত এলাকায় অবৈধভাবে মাঠি কাটার দায়ে ৪ জনকে আটক করা হয়েছে।
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) তানবীর আহমেদ স্থানীয় কোষ্টগার্ডের সহযোগিতার অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তালুকদারচর এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের আটক করেন। এসময় মাটি পরিবহনের জন্য আনা ৪ টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন মনোয়রপুর গ্রামের মোঃ সালেক হাওলাদারের ছেলে মোঃ নাঈম হাওলাদার (২৫), একই থানাধীন গাওখালী গ্রামের মোঃ হাবিব হাওলাদারের ছেলে মোঃ মন্টু হাওলাদার (৩৮) ও পদ্বডুবী গ্রামের মোঃ সান্টু হাওলাদার এর ছেলে মোঃ রাসেল হাওলাদার (২১) এবং অপরজন বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন বিশারকান্দি গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে, মোঃ রুবেল হাওলাদার (২৭)।
পরে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর আহমেদ ভ্রাম্যমান আাদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যৎতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকায় স্বাক্ষর করত মুক্তি প্রদান করেন।