ঢাকাWednesday , 18 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে আরিফ হত্যার মূল পরিকল্পনাকারী কাশেম ফরাজী কেরানীগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার।

দেশ চ্যানেল
October 18, 2023 4:07 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের চরডাইয়া গ্রামের আরিফ জমদ্দার নামের এক মুদি দোকানিকে হত্যার মূল পরিকল্পনাকারী আবুল কাশেম ফরাজীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৭অক্টোবর) সকালে রাজধানীর কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল।

র‍্যাব-১০ এর উপ – পরিচালক (অপস) আামিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরডাইয়া গ্রামের বাসিন্দা মুদি দোকানি আরিফ জমদ্দার (৩৫) এর সাথে আবুল কাশেম ফরাজীর বিরোধ চলে আসছিলো। তারই সূত্র ধরে সোমবার দুপুর ২টায় আরিফ জমদ্দার তার দোকাবে বসা অবস্থায় মূল পরিকল্পনাকারী কাশেম ফরাজীর নেতৃত্ব ১৬- ১৭ জনের একটি বাহিনী আরিফের উপর হামলা করে।এসময় কাশেম ফরাজীর হাতে থাকা চাপাতি দিয়ে আরিফের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী আরিফকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করলে, চিকিৎসাধীন অবস্থায় আরিফ রাত ৮ টায় মৃত্যুবরন করে।

বিষয়টি জানতে পেরে র‍্যাব -১০ এর একটি দল গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য – প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় রাজধানীর কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কাশেম ফরাজীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম ফরাজী হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST