মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
আর মাত্র ৪ দিন বাকি পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। মেহেন্দিগঞ্জের বিপনি-বিতান ও মার্কেটগুলো সেজেছে নতুন সাজে। নতুন নতুন কালেকশন দিয়ে ব্যবসায়ীরা সাজিয়েছে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান। দেশি পোশাকের পাশাপাশি বিদেশী সব ধরনের পোশাকে সাজিয়েছেন বিপনি-বিতানগুলো।
কিন্তু মেহেন্দিগঞ্জে এখনও জমে উঠেনি ঈদের কেনা কাটা। ঈদকে সামনে রেখে অনেকটাই ধীর গতিতে চলছ কেনা বেচা। অধিকাংশ ক্রেতারা পোশাক কেনার চেয়ে দেখার আগ্রহটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শেষের দিকে ঈদের বাজার জমে উঠবে এমনটাই প্রত্যাশা পোশাক ব্যবসায়ীদের।
মেহেন্দিগঞ্জে পাতারহাট বন্দরের পোশাক ব্যবসায়ী রাসেল সু এন্ড ফ্যাশন হাউজের মালিক মোঃ ফকরুল আজম রাসেল বলেন, প্রতি বছেরের ন্যায় এবারও আমরা ভালো ভালো সব কালেকশন সংগ্রহ করেছি ক্রেতাদের চাহিদার জন্য। কিন্তু ঈদের বাকি আর মাত্র চারদিন হলেও ক্রেতা উপস্থিত একেবারেই কম। তবে বাকি দিনগুলোতে ভালো কিছু হবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে ক্রেতাদের সাথে কথা বললে গৃহীনি ফাহমিদা হক বলেন, সব কিছুর সাথে পোশাকের দামও পাল্লা দিয়ে বাড়ছে। পোশাকের বাজারেও আগুন। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হলে তো আর কেনা সম্ভব হচ্ছেনা। তিনি আরো বলেন, ঈদের বাজারে দামটা যদি একটু কম রাখা যেত তাহলে সবাই তাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারতো।