মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের শুকনাকাঠী গ্রামে সুপারি গাছের নিচে চাপা পড়ে সিয়াস (১০)নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৫আগষ্ট) সকালে শিশু সিয়াম মক্তবে পড়তে এসে মক্তব ফাঁকি দিয়ে শুকনাকাঠী গ্রামের নদীর পাড়ে স্থানীয় ছেলেদের সাথে মারবেল খেলতে যায়।এসময় নদীর পাড়ে সুপারি গাছ কাটছিলেন শুকনাকাঠী গ্রামের বাসিন্দা বশির খন্দকার। তিনি সিয়ামকে বারবার সরতে বললেও সিয়াম সরার আগেই গাছটি সিয়ামের গায়ে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিৎকিসাধীন থাকা অবস্থায় বুধবার (২৩আগষ্ট) সিয়াম মারা যায়।বর্তমানে সিয়ামের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে সিয়ামের ভাই আকতারের কাছে জানতে চাইলে তিনি জানান,বশির খন্দকারের ভুলের কারণেই আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে।
এ ব্যাপারে বশির খন্দকারের কোন মন্তব্য পাওয়া যায়নি।