মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে কৌশলে বসত ঘরের জানালা দিয়ে প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রীর আপত্তির নগ্ন ছবি মোবাইলে ধারন করে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ।
গত (৩ জুলাই) বুধবার রাতে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর করা পর্নো গ্রাফি আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে (৫ জুলাই) বৃহস্পতিবার রাতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
পর্নো গ্রাফি মামলায় গ্রেফতারকৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের হাসান ঢালী(২৭), রকিঢালী (২৫), রিদয় মিস্ত্রি (২৩) ও শিমুল চন্দ্র দাশ (৩০)।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর দেশ চ্যানেলকে জানান, গ্রেফতারকৃত যুবকরা গত ১ জুলাই রাতে কৌশলে আমার আপত্তিকর ছবি তুলে মোবাইলে ধারন করে। পরে হাসান ঢালী নামে গ্রেফতারকৃত যুবক বর্ষা চৌধুরী নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফ্যাক আইডি খুলে আমার প্রবাসী স্বামী মোঃ আনোয়ার হোসেনের ম্যাসেনঞ্জারে নগ্ন ছবি পাঠায়। তারপর তারা আমার স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু আহম্মেদ বলেন, গ্রেফতারের পর আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমান পাওয়া গেছে। সেই সাথে আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ও মেমোরিকার্ডসহ জব্দ করা হয়েছে।