মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জে শ্রমিক ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ ৭ই জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে বসত ঘরের সিদ কাটা চুরি মামলায় সোহাগ হোসেন সরদার (৩২) নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন সরদার উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের বেল্লাল সরদারের ছেলে।
আসামী সোহাগ দীর্ঘদিন গ্রেপ্তার থেকে বাঁচতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এদিকে থানা পুলিশ লুঙ্গি পড়ে ও মাথায় গামছা বেঁধে, লেবার সেজে দীর্ঘ সময়ে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশ চ্যানেলকে জানান,গ্রেফতারকৃত যুবক ওই ইউনিয়নের একটি সিঁদকাটা চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এএসআই ফেরদাউস মুন্না ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রমিক ছদ্মবেশে অভিযান পরিচালনা করে সোহাগ সরদারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চুরি মামলা ছাড়া অন্য কোন মামলা নেই বলেও জানান। তাকে বুধবার সকালে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।