ঢাকাFriday , 3 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে জেল হত্যা দিবস পালিত।

দেশ চ্যানেল
November 3, 2023 1:14 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

আজ (৩ নভেম্বর) জেল হত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলস্কজনক অধ্যায় এই দিনটি।

১৫ আগষ্ঠের নির্মম হত্যাকান্ডের পর তিনমাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্দের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।এর আগে ১৫ আগষ্টের পর এই চার নেতাকে কারাগারে পাঠানো হয়।

জাতি আজ মুক্তিযুদ্দের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরন করে।

এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করে। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে মাগরিব বাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ।এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ইদ্রিস আলী, আঃ জব্বার কানন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলুসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার আনসারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST