ঢাকাSaturday , 23 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে ঝালমুড়ি বিক্রেতার হাত পা ভেঙ্গে দিলেন ইউপি সদস্যের স্বামী সোহেল জমদ্দার।

দেশ চ্যানেল
September 23, 2023 2:59 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যার স্বামী সোহেল জমদ্দার ও তার ভাই রুবেল জমদ্দারের এর বিরুদ্ধে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ঝালমুড়ি বিক্রেতার বাম হাত ও দুটি দাঁত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দেশ চ্যানেলের অনুসন্ধানে জানা যায়, ঝালমুড়ি বিক্রেতা মোঃ হাবিব বেপারী(৩৩) পিতাঃ মোঃ খোরশেদ বেপারী,গ্রামঃ পূর্ব ইয়ারবেগ, চরএককরিয়া ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। ঝালমুড়ি বিক্রেতা হাবিব বেপারী ভোটার তালিকা স্থানান্তর করার জন্য প্রায় ৬ মাস পূর্বে ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য লুনা বেগমের স্বামী সোহেল জমদ্দারকে ১৫০০ টাকা দেন। দীর্ঘদিন হলেও সোহেল জমদ্দার ভোটার তালিকা স্থানান্তর করেননি এবং টাকাও ফেরত দেননি। উক্ত ঘটনার জের ধরে বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঝালমুড়ি বিক্রেতা হাবিব বেপারী ওই টাকা ফেরত চাইতে গেলে সোহেল জমদ্দারের সাথে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল জমদ্দার ও তার ভাই রুবেল জমদ্দার ঝালমুড়ি বিক্রেতা হাবিব বেপারীকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার বাম হাত ও ২টি দাঁত ভেঙ্গে দেয়। এমনকি তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন,পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ঝালমুড়ি বিক্রেতা হাবিব বেপারী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎকিসাধীন আছেন।

এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST