ঢাকাWednesday , 26 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মেহেন্দিগঞ্জে ডিমের দামে রেকর্ড। 

    দেশ চ্যানেল
    June 26, 2024 4:32 pm
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।

    বরিশালের মেহেন্দিগঞ্জে ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিন ধরে ডিমের বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। এখন খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকা করে।

     

    আর মেহেন্দিগঞ্জের গ্রাম -গঞ্জের মুদি দোকানে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিলো ১৫০ টাকা। কিছুদিন আগেও একটি ডিমের দাম ছিলো ১২ টাকা, এখন তা ক্রয় করতে লাগছে ১৪-১৫ টাকা। এ পরিস্থিতিতে কেবল নিম্নবিত্তই নয়, মধ্যবিত্তও দিশেহারা হয়ে পড়েছে। সামর্থ্য না থাকায় খেটে খাওয়া সাধারন মানুষ এখন মাছ – মাংস কিনতে পারছেন না।

     

    বস্তুত তারা পুষ্টির জন্য ডিমের উপর নির্ভরশীল। তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। গত একসপ্তাহ ধরে প্রতি হালি ডিমে ৫ টাকা বেড়ে ৫০ – ৬০ টাকা ধরে বিক্রি হচ্ছে। মেহেন্দিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।

     

    পাইকারি ডিম বিক্রেতারা বলছেন, ডিমের উৎপাদন কিছুটা কমেছে। এপ্রিল – মে তীব্র তাপপ্রবাহে খামারে অনেক মুরগী মারা গেছে, যায় প্রভাব পড়েছে ডিমের উপরে।

    প্রানীসম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ১০ অর্থবছরে ডিমের উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। এসময়ে মাংস উৎপাদনও বেড়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি।

     

    ২০১৩-২০১৪ অর্থবছরে ডিমের উৎপাদন ছিলো ১ হাজার ১৭ কোটি, এখন তা বেড়ে হয়েছে ২ হাজার ৩৩৮ কোটি। তবে উৎপাদন বাড়ার পরেও বাজার অস্তিতিশীলতার কারনে তার সুফল পাচ্ছেন না ভোক্তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST