মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জে, বরিশাল, প্রতিনিধি।
সারা দেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতায় ছোট বড় সবার ফাঁসফাস অবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। তারা তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না। একদিকে তীব্র গরম অন্য দিকে বিদ্যুৎতের লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে।
মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। আবার অনেকে একটু শীতল হতে নদী বা পুকুরে নেমে পড়েছেন। কেউবা আবার গাছের ছায়ায় ঘুমাচ্ছেন, কেউ পান করছেন ঠান্ডা শরবত। আবার অনেকে বাতাস করার জন্য কিনছেন হাতপাখা।
এদিকে তীব্র গরম ও লোডশেডিংয়ে ছোট ছোট বাচ্চাদের দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, বমি। মেহেন্দিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমনটাই লক্ষ করা গেছে।