ঢাকাThursday , 12 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো কৃষক সুভাষ কীর্ত্তনিয়ার খড়ের গাদা, রক্ষা পেল বসতভিটা। 

দেশ চ্যানেল
September 12, 2024 4:59 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

 

আজ (১২ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার ভোর রাতে উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পোড়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল যান স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা দেশ চ্যানেলকে জানান, সলদি গ্রামের কৃষক সুভাষ কীর্ত্তনিয়া ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে জমিয়ে বাড়ির পাশে একটি খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদাটিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষকের অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। সুভাষ কীর্ত্তনিয়ার ছেলে তপন কর্মকার বলেন, কেবা কাহারা আমাদের খড়ের গাদায় আগুন লাগিয়েছে আমরা দেখিনি। তপন কর্মকারের স্ত্রী নিপু কীর্ত্তনিয়া বলেন, ভোররাতে আমার ছেলেকে প্রসাব করাতে উঠে দেখি আমাদের খড়ের গাদায় আগুন জ্বলছে তখন আমি আগুন আগুন বলে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু ততক্ষণে পুরো খড়ের গাদাটি পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় তাদের গোয়াল ঘর আর বসতবাড়ি।

 

এদিকে মেহেন্দিগঞ্জ থানার এস আই জাফরুল ইসলাম বলেন খড়ের গাদা পোড়ানোর কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST