মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার নদনদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (১আগষ্ঠ) দিনভর ভারী বর্ষন ও ঘূর্ণিবাতাস প্রবাহিত হয়েছে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নদনদীর পানি উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে নৌকা ডুবির খবর পাওয়া গেছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া, চর বউডুবা, সিন্নির চর, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সারাদিন তীব্র বাতাস ও টানা ভারী বর্ষনে নদীর পানি বেড়ে গেছে। ধসে পড়েছে কাঁচা সড়ক। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে ছোট ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে।
দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুস সালাম হাওলাদার জানান, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের প্রতিটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতভিটা। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। এসব এলাকার ঘরবাড়ি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল (৩১জুলাই) রাত থেকে প্রচন্ড বৃষ্টি ও বাতাসের কারনে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে মেহেন্দিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ।