মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়ায় ইউনিয়নের কোলচর গ্রামে ৫ বছরের শিশু আবিদার মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ ৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে শিশু আবিদা প্রতিদিনের ন্যায় খেলার ছলে শিশুদের সাথে বাড়ি থেকে বের। দুপর গড়িতে গেলেও শিশুটির কোন খোঁজ না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থেকে। এক পর্যায়ে তার কোন সন্ধান না পেয়ে তার খেলার সাথীদের কাছে জিজ্ঞেস করলে তারা বাড়ির পাশে নদীতে গোসল করতে যাওয়ার কথা মৃত্যু আবিদার মায়ের কাছে।
গোসল করে সব শিশুরা বাড়িতে ফিরে এলেও শিশু আবিদা ফিরে আসেনি। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানার পর নদীতে শিশু আবিদাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে নদীতে পাওয়া যায়।
পরবর্তীতে শিশু আবিদা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এদিকে শিশু আবিদার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।