মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে নানা অনিয়মের ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
প্রকৃত দরিদ্ররা এর সুবিধা পাচ্ছে না। দেশের হতদরিদ্র পরিবারের খাদ্য সমস্যার চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু করে।বর্তমানে সরকারের নির্দেশে ৫ টাকা বৃদ্ধি করে ১৫ টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রম চলছে।এর মাধ্যমে গ্রামের হতদরিদ্ররা অভাবের সময়ে কম দামে চাল ক্রয় করতে পারবে বলে সরকার এই উদ্যোগ গ্রহন করেন।সরকারের এ কর্মসূচীর উদ্দেশ্য মহৎ হলেও কিছু কিছু দুর্নীতিবাজদের কারনে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না।
ফেয়ার প্রাইজ চাল নিয়ে এমনি ভয়াবহ অনিয়মের চিত্র দেখা গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে। বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে ৩০ কেজি চাল নিতে দরিদ্র মানুষকে ডিলারদের দিতে হচ্ছে ৫০০টাকা। এমনি প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন গরীব অসহায়দের টাকা।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানান, আমার কাছে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডিলারশিপ বাদ দেওয়া হবে।