মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন উত্তর উলানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম বালিয়া গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,এসময় চোর চক্র ২টি বিদেশি কম্বল স্বর্ণালংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
গত রোববার (৫ জানুয়ারী) গভীর রাতে কোনো এক সময়ে ওই এলাকার সৌদিয়া প্রবাসী আব্দুর রউফ মৃধা বাড়ীতে এ ঘটনা ঘটে। তবে জানাজানি হয় পরের দিন সোমবার সকালে। প্রবাসী আব্দুর রউফ মৃধা এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মুঠোফোনে অভিযোগ করেন বলে সংবাদ মাধ্যমকে জানান।
অভিযোগসূত্রে জানা যায়, চুরির এক সপ্তাহ আগে প্রবাসী আব্দুর রউফ মৃধার মা ঘরের দরজায় তালা লাগিয়ে চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় যায়। এই সুযোগে চোরের দল ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সুকেস ও আলমারি তালা ভেঙ্গে ১ ভরি স্বর্ণালংকার ও নতুন ২টি বিদেশি কম্বলসহ কাপড়চোপড় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ বালিয়া গ্রামে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পেলে চুরির ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

